Sylhet Cadet College Campus High School - Website Coming Soon Fill this form to publish your Voice 

💰 টিউশন ফি

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের টিউশন ফি এবং পেমেন্ট সংক্রান্ত নিয়মাবলী

টিউশন ফি সংক্রান্ত নিয়মাবলী

1

পেমেন্ট সময়সীমা

প্রতি মাসের ৫, ১০ বা ১৫ তারিখের মধ্যে বেতন/টিউশন ফি পরিশোধ করতে হবে।

2

বিলম্ব ফি

নির্ধারিত সময়ের মধ্যে বেতন পরিশোধ না করলে প্রতি মাসে ১০ টাকা বিলম্ব ফি সহ জমা দিতে হবে।

3

পরীক্ষায় অংশগ্রহণ

বকেয়া থাকলে পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

4

ভর্তি স্থিতি

টিউশন ফি বা অন্যান্য বকেয়া নিয়মিত পরিশোধ না করলে ভর্তি স্থগিত বা বাতিল হতে পারে।

5

রশিদ সংরক্ষণ

ফি প্রদানের রশিদ শিক্ষার্থীর/অভিভাবকের কাছে সংরক্ষণ করতে হবে।

গুরুত্বপূর্ণ তথ্য

  • সময়মতো টিউশন ফি প্রদান করা প্রতিটি শিক্ষার্থীর দায়িত্ব
  • বিলম্ব ফি এড়াতে নির্ধারিত তারিখের মধ্যে পেমেন্ট সম্পন্ন করুন
  • পেমেন্টের রশিদ নিরাপদে সংরক্ষণ করুন