Sylhet Cadet College Campus High School - Website Coming Soon Fill this form to publish your Voice 

📖 নিয়ম-কানুন

সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের সকল নিয়ম-কানুন এবং শৃঙ্খলা বিধি

প্রধান নিয়মাবলী

1

শৃঙ্খলা মেনে চলা

স্কুলের শৃঙ্খলা মেনে চলা প্রত্যেক শিক্ষার্থীর দায়িত্ব।

2

ভদ্র আচরণ

শিক্ষক, সহপাঠী ও কর্মচারীদের সাথে ভদ্র আচরণ করতে হবে।

3

মোবাইল নিষিদ্ধ

মোবাইল ফোন আনা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পাওয়া গেলে জব্দ করা হবে এবং শিক্ষাবর্ষ শেষে অভিভাবকের কাছে ফেরত দেওয়া হবে।

4

দেয়ালে লেখা নিষিদ্ধ

বেঞ্চ, টেবিল বা দেয়ালে কিছু লেখা বা দাগ দেওয়া যাবে না।

5

শাস্তির ধারা

স্কুলের শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে সতর্কীকরণ, জরিমানা এবং পুনরাবৃত্তি ঘটলে বহিষ্কার করা হতে পারে।

6

অনুপস্থিতির নিয়ম

বিনা অনুমতিতে প্রতি মাসে ৩ দিন অনুপস্থিত থাকলে ভর্তি স্থগিত হবে।

7

অসুস্থতার নিয়ম

কোন শিক্ষার্থী অসুস্থ হলে সাথে সাথে কর্তৃপক্ষকে জানাতে হবে, না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

8

নিয়মিত উপস্থিতি

নিয়মিত উপস্থিতি, শৃঙ্খলা ও ফি প্রদানের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি অব্যাহত রাখতে পারবে।

অনুপস্থিতির নীতিমালা

1

প্রথম বার

৩ দিন অনুপস্থিতিতে লিখিত অঙ্গীকারনামার ভিত্তিতে ভর্তি চালু হবে, তবে জরিমানা দিতে হবে।

2

দ্বিতীয় বার

একইভাবে আবার ৩ দিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।

3

শেষ সতর্কীকরণ

শেষবার সতর্কীকরণ ও ২০০ টাকা জরিমানার পর সুযোগ দেওয়া হবে।

4

চূড়ান্ত ব্যবস্থা

পরবর্তীতে একই ধারা পরিলক্ষিত হলে Force Transfer Certificate (FTC) প্রদান করা হবে।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ

  • স্কুলের সকল নিয়ম-কানুন অবশ্যই মেনে চলতে হবে
  • যেকোনো সমস্যায় অবিলম্বে শিক্ষক বা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন
  • নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
  • শিক্ষার পরিবেশ রক্ষায় সকলের সহযোগিতা প্রয়োজন