📅 দৈনন্দিন কার্যক্রম
সিলেট ক্যাডেট কলেজ ক্যাম্পাস উচ্চ বিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রম এবং শিক্ষার্থীদের দায়দায়িত্ব
দৈনন্দিন কার্যক্রমের নিয়মাবলী
1
ইউনিফর্ম ও ব্যাজ
বিদ্যালয় কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম ও ব্যাজ পরে স্কুলে আসা বাধ্যতামূলক।
2
বই ও খাতা
রুটিন অনুযায়ী বই ও প্রতিটি বিষয়ের খাতা সঙ্গে আনতে হবে।
3
দৈনিক সমাবেশ
প্রতিদিনের সমাবেশে সময়মতো উপস্থিত থাকা বাধ্যতামূলক।
4
টিফিন পিরিয়ড
টিফিন পিরিয়ড শেষে সতর্কীকরণ ঘণ্টা বাজার সাথে সাথে শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে।
5
ক্লাস চলাকালীন
ক্লাস চলাকালীন বিনা অনুমতিতে শ্রেণিকক্ষ ত্যাগ করা নিষিদ্ধ।
6
পরিচ্ছন্নতা
শ্রেণীকক্ষ ও ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখা শিক্ষার্থীর দায়িত্ব। আবর্জনা অবশ্যই ঝুড়িতে ফেলতে হবে।
7
সহশিক্ষা কার্যক্রম
স্কুল কর্তৃক পরিচালিত সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, স্কাউটিং ও প্রতিযোগিতায় অংশগ্রহণ বাধ্যতামূলক।
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা
- প্রতিদিন সকাল ৮:০০ টার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে
- সকল শিক্ষক ও কর্মচারীদের সাথে শিষ্টাচার মেনে কথা বলতে হবে
- স্কুলের সম্পদ যত্নসহকারে ব্যবহার করতে হবে
- নিয়মিত হোমওয়ার্ক এবং ক্লাসওয়ার্ক সম্পন্ন করতে হবে